রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎপৃষ্টে নারীসহ দুই ব্যক্তি মারা গেছে। এরা হলেন- রোকসানা আক্তার নিশি (২৮) ও শওকত হোসেন (২২)।
শুক্রবার সকাল ১০টার খিলগাঁও ও কামরাঙ্গীরচর এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খিলগাঁও পশ্চিম নন্দিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন একটি দোতলা ভবনে গ্যাসের পাইপ উঠানোর সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লাগে। এসময় রোকসানা বিদ্যুৎপৃষ্ট হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া কামরাঙ্গীর চরের মাতবর বাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত মারা যায়।
সহকর্মী আক্কাস আলী জানান, বৈদ্যুতিক সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শওকত। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।