বর্তমান আওয়ামী লীগ সরকার তিস্তার পানিসহ ভারতের সাথে বিরাজমান কোন সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব) মাহবুবুর রহমান।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাউথ এশিয়া ইউথ ফর পিস এন্ড প্রসপারিটি সোসাইটি আয়োজিত ভারতের আন্ত:নদী সংযোগ পরিকল্পনা এবং বাংলাদেশের পানি ব্যবস্থপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
লে. জে. মাহবুবুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয়। এই সরকারের উপর জনগণের আস্থা নেই। ৫ জানুয়ারি মার্কা সরকার ভারতের সাথে কোন সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন গনতান্ত্রিক সরকার।
ভারত জীবনে বাংলাদেশকে অনেক আশা দিয়েছে উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে এদেশের মানুষের আগ্রহের শেষ ছিল না। হয়তো এবার তিস্তার পানি সমস্যার সমাধান হবে কিন্তু দু:খের বিষয় তার ধারে কাছেও যায়নি।
তিনি বলেন, ভারতের সাথে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে বিরোধ আছে, আমরা ট্রানজিট দিয়েছি দেশের ভিতর দিয়ে সব কিছু নেয়ার অনুমতি দিয়েছি, বিনিময়ে আমরা কি পেয়েছি ভাববার বিষয়। যদিও ১৯৭১ সালে তাদের অবদান কখনও ভুলবার নয়।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন জাতিগত ঐক্য এবং গণতান্ত্রিক সরকার। যার জন্য দরকার সাধারণ মানুষের সংগ্রাম করা।