ব্লগার নিলয় নিলের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মানবাধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের প্রশাসনকে ব্লগার হত্যাকাণ্ডের কঠোর জবাব দেয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রাজধানীতে নিজ বাড়িতে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের পর এক প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি বলেছে, ভিন্নমতের বিরুদ্ধে এ ধরণের ঘৃণ্য অপরাধ মেনে নেয়া যায় না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি।
ব্লগার নিলয় তার অসাম্প্রদায়িক চেতনার জন্যই চতুর্থ ব্লগার হিসেবে চাপাতিধারীদের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি।
সংস্থাটির সাউথ এশিয়া বিষয়ক গবেষণা পরিচালক ডেভিড গ্রিফিথস বলেন, ‘এ ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড এখনই বন্ধ হওয়া উচিৎ। মুক্ত চিন্তাধারার মানুষদের মনে ভীতি ছড়াতেই নৃশংস এসব হত্যাকাণ্ড চালানো হচ্ছে। যা অবশ্যই মেনে নেয়া যায় না।’
তিনি আরও বলেন, কর্তৃপক্ষের উচিৎ নিরপেক্ষভাবে কার্যকর তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা।
অ্যামনেস্টির বিবৃতিতে নিলয় নিল ছাড়াও এবছর হত্যাকাণ্ডের শিকার অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু এবং অনন্ত বিজয় দাসের প্রসঙ্গও উঠে এসেছে।