মানিকগঞ্জে এক্সিম ব্যাংকের তালা ভেঙে ডাকাতির সময় পুলিশ দুজনকে আটক করেছে। শুক্রবার রাতে এ ঘটনার সময় দ্রুত পুলিশি অভিযানের কারণে ডাকাতরা টাকা লুট করতে পারেনি বলে ব্যাংকের ব্যবস্থাপক জানিয়েছেন।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের আরিফ হোসেন (৪২) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের শাহীনুর রহমান (৩৫)।