চলতি বছরের শেষভাগে আড়াইশ’ পৌরসভার ভোট করতে চায় নির্বাচন কমিশন।ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে পৌরসভাগুলো আলাদা তালিকা ও মেয়াদোত্তীর্ণ পৌরসভার তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।
ইসির সভায় নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় দুই শতাধিক পৌরসভার নির্বাচন করতে হবে। সে হিসাবে ডিসেম্বরের শেষ দিকে এসব পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।