সৌদি আরবের আসির প্রদেশের আবহা শহরের একটি মসজিদে গত বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ১৫ জন। এর মধ্যে চারজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে সৌদি দূতাবাস। আহতদের মধ্যেও কয়েকজন বাংলাদেশি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
নিহত বাংলাদেশিরা হলেন- লক্ষ্মীপুরের আফাজ উদ্দিন, কুমিল্লার মো. জীবন, মঈনুল মৃধা ও বেলাল হোসেন।
যে মসজিদটিতে বোমা হামলা চালানো হয়েছিল সেটি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী স্পেশাল ইমার্জেন্সি ফোর্সের স্থানীয় সদর দপ্তরের অংশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১০ জনই নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিরা মসজিদ আঙ্গিনায় কর্মরত শ্রমিক। হামলাকারীরা যখন বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিল তখন তারা নামাজ পড়ছিলেন। এখনও কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, এর আগে গত মে মাসে দুই দফায় সৌদি আরবের দু’টি মসজিদে বোমা হামলা চালানো হয়েছিল। গত ২২ মে প্রথম দফায় একটি শিয়া মসজিদে হামলায় ২১ জন নিহত হয়েছিল। ওই সময় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছিল। এর এক সপ্তাহ পর আরেকটি মসজিদে হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের চেষ্টায় বোমাটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারেনি হামলাকারী। তবে ওই ঘটনায় মসজিদের বাইরে চারজন নিহত হয়।