ঢাকা: সারাবছরই মেতে ছিলেন অ্যালবাম, প্লেব্যাক আর স্টেজ শোতে। পাশাপাশি সমান তালে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন সঙ্গীত শিল্পী পড়শী। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের কমার্স বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। সারাদেশে আজ এইচএসসির রেজাল্ট ঘোষণা করা হয়েছে।
পড়শীর গ্রেড কত? ‘৪.৬৭ পেয়েছি। আমিতো পড়াশোনা নিয়ে খুব একটা সিরিয়াস হতে পারিনি। তবু এমন রেজাল্ট হওয়ায় আমি খুব আনন্দিত। আম্মু মনে হয় একটু মন খারাপ করেছে। বলেছে অনেক কাজ করছো, একবছর চুপচাপ থাকো!’–বললেন পড়শী। এ প্রসঙ্গে পড়শীর মা বলেন, ‘পড়শী যতটুকু রেজাল্ট করেছে তাও আশা করিনি। ওর ক্ষেত্রে পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে নেইনি কখনো। আগামীকাল ওর রেজাল্ট সেলিব্রেশানে নৌ ভ্রমণে যাচ্ছি আমরা।’
কোন বিষয়ে পড়াশোনার ইচ্ছা আছে? এমন প্রশ্নের উত্তরে পড়শী জানালেন, ‘একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। সাংবাদিকতা বিষয়ে পড়ার খুব ইচ্ছা আমার।’
এত বিষয় থাকতে সাংবাদিকতা কেন? ‘আমার ভাইয়া সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে। ওর পড়া দেখে বিষয়টার প্রতি আগ্রহী হয়েছি। তবে পেশা হিসেবে সাংবাদিকতাকে নেব না। বিষয়টা জানার জন্য পড়ব। আর গান নিয়ে এগুবো’।