বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর হবে আজ সোমবার। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চ্যাংরাবান্দায় দুই দেশের ছিটমহলগুলোর (বাংলাদেশ ১১১টি ও ভারত ৫১টি) ল্যান্ড রেকর্ড হস্তান্তর অনুষ্ঠিত হবে।
ভারতীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কিভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া ছিটমহলের বিভিন্ন দিক নিয়ে কথা হবে। সেই সঙ্গে রয়েছে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজনও।
Prev Post