অবশেষে ছাড়পত্র দেয়া হল ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি অভিনীত সিনেমা ‘মাস্তিজাদে’কে। অশ্লীলতার অভিযোগ তুলে সিনেমাটির মুক্তি আটকে রেখেছিল ভারতের সেন্সর বোর্ড।
সানিসহ ‘মাস্তিজাদে’র বাকি কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে খবরটি টুইট করেন সিনেমার অভিনেতা তুষার কাপুর।
সেক্স-কমেডি ঘরানার সিনেমা ‘মাস্তিজাদে’ নিয়ে বিতর্ক চলছিল অনেকদিন ধরেই। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটি চলতি বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে যায় এর মুক্তির তারিখ।
মাত্রাতিরিক্ত অশ্লীলতা এবং নারীর প্রতি অবমাননার অভিযোগ আনা হয় ‘মাস্তিজাদে’র বিরুদ্ধে। প্রথমবার ছাড়পত্র নাকচ করে দেয়ার পর সিনেমাটি পাঠানো হয় সেন্সর বোর্ডের বিশেষ কমিটির কাছে, সেখানেও ছাড়পত্র দেয়া হয়নি ‘মাস্তিজাদে’কে।
এরপর সিনেমাটির নির্মাতারা শরনাপন্ন হন ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনালের। অবশেষে ছাড়পত্র পায় ‘মাস্তিজাদে’।
এ খবর পাওয়ার পর সানি টুইট করেন, “যারা যারা বলেছিলেন আমাদের এই সিনেমা কখনোই মুক্তি পাবে না, আমাদের নিষ্ঠা এবং বিশ্বাস আজ তাদের হার মানিয়েছে!! আমি আজ খুবই খুশি! ‘মাস্তিজাদে’ এখন পুরো দুনিয়া দেখবে।”
তুষার এবং সানির সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন ভির দাস। সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষণা দেয়া হয়নি।