এবার বিতর্কিত জন্মদিনের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে কেক কাটেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্মদিন উপলক্ষে বিশেষ কোনও আয়োজন করা হয়নি বলে জানা গেছে । তবে, আজ দিনেরবেলায় কেক কাটা হবে কি না, এ নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
১৫ আগস্ট জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমগ্র দেশ জুড়ে শোক দিবসের কর্মসূচী থাকার সুবাদে খালেদা জিয়ার তথাকথিত এই জন্মদিন নিয়ে ক্ষমতাসীন আঃ লীগের পক্ষ থেকে নানা অনুরোধ, আলটিমেটাম থাকলেও অবশেষে কেক কেটে নিজের জন্মদিন পালনে প্রতিবারের মত অনড় রয়েছেন বিএনপি সভানেত্রী ।
শুক্রবার রাতে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, আজকে কোনও আয়োজন নেই। গুলশানে অফিস তো বন্ধ। এর বেশি তিনি কিছু জানেন না বলে জানান।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় সূত্রে জানা গেছে, অনেকদিন পর নিজের জন্মদিনের প্রথম প্রহরে আনুষ্ঠানিকতা নিয়ে কোন দিকনির্দেশনা দেননি খালেদা জিয়া। সাধারণত শুক্রবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান না খালেদা জিয়া। গতকাল শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। সারা দিন তিনি তার গুলশান-২-এর বাসাতেই সময় কাটিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার রাতে বিএনপির একাধিক দায়িত্বশীল সুত্র জানায় , ‘শুক্রবার রাতে কোনও আয়োজন নেই। কেক কাটা হবে না।’ তবে শনিবার জন্মদিনের কোনও আয়োজন করা হবে কি না, এ প্রসঙ্গে বিস্তারিত কেও জানাতে পারেননি ।
জানা গেছে, বিগত বছরগুলোয় ১৫ আগস্ট জন্মদিন পালন করায় বিএনপি-বিরোধী কয়েকটি রাজনৈতিক দল সমালোচনা করে আসছে। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী হওয়ায় দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে জন্মদিনের কেক কাটায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা সব সময় খালেদা জিয়ার সমালোচনা করে আসছেন।