ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন ট্রাকচালক নজরুল ইসলাম (৩০) ও হেলপার মজিদুল হক (৩৫)।
মঙ্গলবার রাত পৌনে ১২টায় মাজেদুল ইসলাম ও এক ঘণ্টা পর রাত পৌনে একটায় নজরুল মারা যান। নিহত দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
নিহত নজরুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতির ফজর আলীর ছেলে। এবং মাজেদুল ইসলাম নওগাঁর উল্লাসপুরের ইসহাক আলীর ছেলে।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মাজেদুল কাঁচামাল নিয়ে নওগাঁ থেকে কুমিল্লা যাওয়ার পথে সিরাজগঞ্জের ভুয়াগাতি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দ্বগ্ধ হন। একই দিন সন্ধ্যার পর নজরুল চাল নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরের সফিপুরে আনসার ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন। এরপর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।