খুলনা: প্রেমের টানে দেশ ছাড়ার ঘটনা নতুন নয়। বহুদিন পর এমন ঘটনার সাক্ষী হলো খুলনার মানুষ। বাবা-মার ভয়ে ভালোবাসার মানুষের হাত ধরে ভারত ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তিন জোড়া প্রেমিক-প্রেমিকা। তবে বেরসিক পুলিশ বাধ সেধেছে তাদের ভালোবাসায়।
রোববার বিকেলে অবৈধ অনুপ্রবেশের দায়ের তাদের ছয়জনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়া হয়েছে। পরে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেল হাজতে।
আটককৃতরা হলো- শিবানী শিকদার (১৬), হিমা বিশ্বাস (১৫), মিতালী অধিকারী (১৬), আমিনুর ইসলাম (২০), অপূর্ব বিশ্বাস (১৭) ও মিথুন রায় (১৮)। এদের সবার বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগোনায়।
শনিবার রাতে খুলনার সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ওই কিশোর-কিশোরীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভালোবেসে বাড়ি থেকে তারা পালিয়ে বাংলাদেশে এসেছে। তবে পুলিশ তাদের সে কথায় কান দেয়নি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জানান, রাতে বাস টার্মিনাল এলাকায় অপরিচিত ৬ কিশোর-কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা একে অন্যকে ভালোবাসে। তাদের বাবা-মা এই ভালোবাসা মেনে নেয়নি। এজন্য দেশ ছেড়ে অন্য দেশে চলে এসেছে। কীভাবে দেশে প্রবেশ করেছে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে তারা।
ওসি মারুফ বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সবার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।