আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যিশুর জন্মস্থান পশ্চিম তীরের বেথেলহেমে মঙ্গলবার রাতে বড় দিনের প্রথম প্রহরটি উদযাপনের জন্য সারা পৃথিবী থেকে কয়েক লক্ষ মানুষ হাজির হয়েছিল। এদিন ভয়ঙ্কর ঠাণ্ডা উপেক্ষা করেও সমবেতরা আনন্দ, সৌহার্দ্য এবং বাইবেলের পবিত্র বাণীর মধ্য দিয়ে যিশুর জন্মদিনের প্রথম প্রহরটিকে বরণ করে নিয়েছে।
এদিন বেথেলহেমে আগত খিস্টান নেতারা বড় দিনে সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি, ভালোবাসা ও ভাতৃত্ববোধ কামনা করেছেন। একইসঙ্গে আসছে দিনগুলোতে ফিলিস্তিনিরা তাদের নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা সবাই।
এছাড়া ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, দেশটির মুসলিম নেতাগণ, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টন এবং জর্ডানিয়ান পররাষ্ট্র মন্ত্রী নাসের জুদেহ আগত পর্যটকদের স্বাগত জানিয়েছেন।
এদিকে বড়দিন উপলক্ষে এরইমধ্যে বেথেলহেম শহর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শহরের মানজার স্কয়ারসহ সব গুরুত্বপূর্ণ স্থানে সাঁজানো হয়েছে ঝলমলে আলোকবাতি ও ক্রিসমাস ট্রি। যদিও আগত পর্যটকদের নিরাপত্তার জন্য পথের মোড়ে মোড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।