গাজীপুরের মনিপুরে ২১ জানুয়ারি গাড়ি পোড়ানো ও নাশকতার ষড়যন্ত্র মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ পিপিএম মঙ্গলবার সকালে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই দিলীপ চন্দ্র সরকার বাদী হয়ে ১৮ জনের নামে ও অজ্ঞাতনামা আরো ৪০-৪৫ জনের নামে মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন এসআই রফিকুল ইসলাম-৩। তিনি এজাহারে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। রফিকুল বদলি সূত্রে অন্যত্র চলে যাওয়ায় পরবর্তীতে এসআই এনামুল হক মামলাটি তদন্ত করেন।