আগামী বিহার নির্বাচন : নীতীশের পাশে কংগ্রেস

0

Nitishআগামী অক্টোবর-নভেম্বরে হতে চলেছে বিহার ভোট। আর ভোট যত এগিয়ে আসছে, বিহার ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে কে এগিয়ে থাকতে চলেছেন, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। সেই রহস্য রবিবার আর একটু জমিয়ে দিল কংগ্রেস। রবিবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চৌধুরী। এর পরেই কংগ্রেসের তরফে সিদ্ধান্ত হয়েছে, বিহার ভোটে যদি কাউকে সমর্থন করতে হয়, তাহলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশ কুমারকেই তারা সমর্থন করবে।
কিছুদিন আগেই খাতায়-কলমে পুনর্গঠিত হয় জনতা পরিবার, সেখানে পরস্পরের হাত ধরতে ঐকমত্যে পৌঁছান লালুপ্রসাদ যাদব এবং নীতীশ কুমার। এ প্রসঙ্গে লালুপ্রসাদের বক্তব্য ছিল, বিহারে বিজেপির বিজয়রথ থামানোই তাঁদের প্রধান উদ্দেশ্য। যদিও ভোটের সময় এগিয়ে আসতে না আসতেই সদ্য জোড়-লাগা জনতা পরিবারে ফাট ধরতে আরম্ভ করে দিয়েছে৷ গত সপ্তাহেই উলটো সুর শোনা গিয়েছে জনতা পরিবারের আরজেডি লবির মুখে। ঠারেঠোরে তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যাই হোক, ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশকে নয় লালুপ্রসাদ যাদবকে দেখতে চাইছে তারা।
অন্যদিকে গত বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী সহ শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে এসেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি। বৈঠক থেকে বেরিয়ে নীতীশ-বৈরী মাঝি কার্যত দাবি করেন, তাঁর নতুন দল ‘হাম’কে সমর্থনের আশ্বাস দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।

সূত্র: কলকাতা

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More