হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফক্স সব সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। অন্যদের মতো করে অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে কিংবা স্ক্যান্ডালের মাধ্যমে আলোচনায় থাকতে কখনও চাননি তিনি। আর তাইতো নির্মাতাদের পছন্দের পাত্রী হিসেবে এখনও কাজ করে যাচ্ছেন একাধিক হলিউড ছবিতে। এসব ছবিতে মেগান ফক্স চুক্তিবদ্ধ হচ্ছেন আঁকাশছোয়া পারিশ্রমিকে। গত বছর তার অভিনীত টিনেজ মিউটান নিনজা টারটেলস বেশ ব্যবসা সফলতা পায়। এখানে প্রশংসা কুড়ায় তার অভিনয়ও। বর্তমানে এর সিকুয়্যাল ছবির কাজ করছেন তিনি। এই ছবিটি মুক্তি পাবে আগামী বছর। তবে চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি জিরোভিলে।
জেমস ফেঙ্কো পরিচালিত কমেডি-ড্রামা নির্ভর এ ছবিতে ব্যাপক আবেদনময়ী চরিত্রে দেখা যাবে মেগানকে। পাশাপাশি বিছানার নগ্ন দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি তার সেই নগ্ন দৃশ্যের একটি ছবি প্রকাশ পেয়ে গেছে টুইটারে। হলিউড শিরোনামের একটি গ্রুপ থেকে এই ছবিটি শেয়ার দেওয়া হয়েছে। আর তার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে তার এ ছবি। ছবিতে বিছানায় সামনে থেকে নগ্ন মেগানকে আবিষ্কার করা গেছে। অনেকেই বলছেন ছবির প্রচারণার জন্যই এমনটা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে চটেছেন মেগান ফক্স।
এ বিষয়ে তিনি বলেন, এটা খুবই অন্যায়। ছবি মুক্তি পাওয়ার আগে সেই ছবি কিভাবে প্রকাশ পায় আমি বুঝি না। আমি মনে করি প্রযোজনা প্রতিষ্ঠানের এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল। কারণ এ ছবিতো সাধারণ মানুষের পাওয়ার কথা নয়। যাই হোক, আমি চাই না এই ছবিটি নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াক। এমন দৃশ্যে পারফরমেন্স কেবল চরিত্রের প্রয়োজনেই আমি করেছি। আর কিছু নয়।