আন্তর্জাতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষকসহ বিশ্বখ্যাত ৭৩ জন ব্যক্তি ইরানের পরমাণু চুক্তির সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেছেন, আগামীতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চুক্তি শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কয়েকজন কংগ্রেস সদস্যের এই চুক্তি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল করবে। এছাড়া তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার পুরনো শত্রুতা নতুন করে জাগিয়ে তুলবে।
বিবৃতিতে স্বাক্ষকরকারীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিন্তাবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক।
এদের মধ্যে আছেন প্রফেসর রিচার্ড বুলায়েত, নোয়াম চমস্কি, জুয়ান কোলে, জন এসপোসিতো, ফাওয়াজ জর্জেস, রবার্ট জার্ভিস, রশিদ খালিদি, জন মিরশেইমার, স্টিফেন ওয়াল্ট, এহসান ইয়ারশাতের প্রমুখ।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের (এনআইএসি) মাধ্যমে তাদের স্বাক্ষরকৃত ওই চিঠি পাঠানো হয়।
এতে বলা হয় বিজ্ঞানীসহ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে যারা কাজ করছেন, তারা এই চুক্তির প্রশংসা করে বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তিতে পরিষ্কার করে সব কিছু বলা আছে। এই চুক্তির ফলে চলমান মধ্যপ্রাচ্য সংকট থেকে উত্তরণে কিছুটা হলেও প্রভাব রাখবে।
তথ্যসূত্র : দ্য ডন অনলাইন।