২৮ আগস্ট (রেডিও তেহরান): পাকিস্তান দ্রুত পরমাণু অস্ত্র বাড়াচ্ছে এবং এক দশকের মধ্যে তৃতীয় বৃহৎ পরমাণু অস্ত্রের ভাণ্ডারে পরিণত হবে বলে সম্প্রতি যে খবর বের হয়েছে ইসলামাবাদ তা জোরালোভাবে নাকচ করেছে।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাজী খলিলুল্লাহ শুক্রবার বলেছেন, মার্কিন দুই থিংক ট্যাংকের এ প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ভারত সম্প্রতি কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে পরমাণু চুক্তি করেছে এবং তাদের কাছ থেকে পরমাণু পণ্যের মজুদ গড়ে তুলেছে। এর ফলস্বরূপ এ অঞ্চল মারাত্মকভাবে অস্থিতিশীল হতে পারে। এ বিষয়টি থেকে দৃষ্টি সরিয়ে নিতেই মার্কিন প্রতিষ্ঠান দুটি এমন প্রতিবেদন প্রকাশ করে থাকতে পারে।
কাজী খলিলুল্লাহ বলেন, পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের ওপর এক ধরনের দায়িত্ব রয়েছে এবং পাকিস্তান ‘ধীরে চলার নীতি’ অনুসরণ করে।
পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, “আমরা বিশ্বাসযোগ্য সর্বনিম্ন প্রতিরক্ষার ধারণা জোরালোভাবে মেনে চলি এবং আমাদের পরমাণু কর্মসূচির লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখা। কারো সঙ্গে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতায় নামার ইচ্ছে আমাদের নেই।”
কাজী খলিলুল্লাহ বলেন, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য পাকিস্তান এরইমধ্যে কয়েকটি প্রস্তাব দিয়েছে কিন্তু দুঃখজনক হচ্ছে ভারত এ পর্যন্ত তাতে সাড়া দিতে ব্যর্থ হয়েছে।#
রেডিও তেহরান