২০০৭ সালে ব্লকবাস্টার হিট হয়েছিলো ‘ওয়েলকাম’। এর সিক্যুয়েল বানাতে গিয়ে প্রযোজক টাকা খরচের কমতি করবেন না তা জানা ছিলো আগে থেকেই। যেকারণে বছরের সবচেয়ে ব্যয়বহুল ছবির তকমাটি জুটতে যাচ্ছে ওয়েলকাম ব্যাক-এর কপালেই।
ছবিটির শুটিং শুরু হওয়ার পর থেকেই প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা টাকা ঢেলেছেন দেদারসে। শুটিং হয়েছে দুবাইয়ের বিলাসবহুল পাঁচ-তারকা হোটেল আর আবুধাবির সবচেয়ে ব্যয়বহুল সব লোকেশনে। দৃশ্যধারণের কাজে রাস্তায় ছুটেছে ব্যয়বহুল ফেরারি স্পাইডার, আকাশে উড়েছে দুবাইয়ের রয়্যাল কপ্টার আর জলে ভেসেছে রাজকীয় প্রমোদতরী। আর এইসব কিছুই আনিস বাজমীর পরিচালনায় ওয়েলকাম ব্যাককে জুটিয়ে দিচ্ছে বছরের সবচেয়ে ব্যয়বহুল ছবির সম্মান।
টাইমস অব ইন্ডিয়া-র একটি খবরে জানা গেছে, এ ছবিতে রাজপথের সবচেয়ে দামি দামি সব গাড়ি ব্যবহৃত হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ল্যামবারগিনি, থাকছে ফেরারির স্পাইডার আর রোলস রয়েসও।
পরিচালক আনিস জানিয়েছেন, বড় ক্যানভাসের এ ছবির জন্য যা প্রয়োজন তাই করা হয়েছে। আর এর পেছনে পয়সা খরচ করতেও কোনো কার্পণ্য করেননি প্রযোজক।
ছবিটিতে যারা অভিনয় করেছেন তারাও কেউ কারও চাইতে কম যান না। বলিউডের ডাকসাইটে সব অভিনয়শিল্পী এসে জড়ো হয়েছেন ওয়েলকাম ব্যাকের ক্যানভাসে। জন আব্রাহাম, নাসিরুদ্দিন শাহ, অনিল কাপুর, পরেশ রাওয়াল, নানা পাটেকারসহ ছবিতে আছেন শ্রুতি হাসান এমনকি ডিম্পল কাপাডিয়ার মতো নামী তারকারা।
৪ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।