সংসদে পদত্যাগপত্র জমা দেয়ার পর সাবেক আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ আসন শূন্য ঘোষণা করা হয়েছে। দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে বৃহস্পতিবার মাগরিবের বিরতির পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, সংবিধানের ৬৭-এর ২ ধারা অনুযায়ী কোনো সংসদ সদস্য সংসদের উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে জমা দেওয়ার সময় থেকে তা কার্যকর হয়ে যায়। সেই বিধান অনুযায়ী ১ সেপ্টেম্বর সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাই আসনটি শূন্য হয়েছে। আসন শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের পর বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে উপ-নির্বাচনের ব্যবস্থা নেবে কমিশন। প্রায় এক বছর আগে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর সমালোচনার মধ্যে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারান লতিফ সিদ্দিকী। দেশে ফিরে ধর্ম অবমাননার বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হয়ে কয়েকমাস কারাবাসও করেন এই আওয়ামী লীগ নেতা। পরে জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।