ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে অংশ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে গোপালগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘যদি আপনার সাহস থাকে তাহলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে গোপালগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। আর সেই নির্বাচনে দেখা যাবে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরো বলেন, ‘নির্বাচনে জয়লাভ করার মতো জনপ্রিয়তা শেখ হাসিনা সরকারের নেই। যদি জয়লাভ করার মতো জনপ্রিয়তা থাকতো তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে শেখ হাসিনা নির্বাচন দিতে ভয় পেতেন না। আর আওয়ামী লীগ এটাও ভালো করেই জানে নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিরোধী দলেও থাকতে পারবে না। এই কারণে তাদের ভয়টা আরো বেশি।’
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে যুবদল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন।
তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আওয়ামী লীগ নেতাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগের নেতারা ভালো করেই জানেন ইতিমধ্যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। এই কারণে তারা বিএনপিকে রাজনৈতিক নেতা শূন্য করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘শেখ হাসিনা ডিজিটাল কায়দায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে আনার চেষ্টা করছেন। কিন্তু সজীব ওয়াজেদ জয়কে দেশের জনগণতো চায়ই না। বরং আওয়ামী লীগের নেতারাও চায় না সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করুক।’
আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।