ভারতীয় এক ইংরাজি দৈনিকের প্রতিবেদনে দাবি করা হয়েছে লন্ডনে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন যুবরাজ সিং ও অভিনেত্রী হেজেল কিচ। আর এই খবর নিয়েই শুরু হয়েছে নতুন গুঞ্জন। যুবরাজ কি আবারও প্রেমে পড়লেন? তাও আবার বলিউড অভিনেত্রী?
এর আগে গুঞ্জন উঠেছিল বলিউড তারকা দীপিকা পাদুকোনের সঙ্গে সম্পর্কে ছিলেন যুবরাজ। তারও আগে কিম শর্মাকে ডেট করেছেন যুবরাজ। এবার আরও এক নাম। তিনিও আবার বলিউডেরই। সলমন খান, করিনা কাপুর অভিনীত বলিউড ছবি বডিগার্ডে অভিনয় করেছেন হেজেল। হেজেল কেই ডেট করছেন যুবরাজ, এমনই দাবি ইংরাজি দৈনিকের।
বলিউড এবং ক্রিকেটের মেলবন্ধন এই প্রথম নয়। ক্রিকেটে নবাবের যুগ থেকে বর্তমান বিরাট যুগ, স্টারডমে কেউই কারোর থেকে কম নয়। এখন ভারতের বহুল চর্চিত প্রেম কাহিনীর মধ্যে বিরাট-অনুষ্কা জুটি সব থেকে হিট। এরপর যুবি-কিচ যুগলও ক্রিকেট ও বলিউড প্রেমের গসিপে বেশ চর্চায় থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেট থেকে আপাতত খানিকটা দূরেই আছেন যুবি। প্রেমেও তাঁর রেকর্ড মন্দের ভাল। এবার প্রেমে কামব্যাক। প্রেম ভাগ্যে কি ক্রিকেটেও রাজকীয় প্রত্যাবর্তন হবে যুবির?