বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌতের বৃহস্পতি যে তুঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে কঙ্গনা অভিনীত সিনেমা মানেই বক্স অফিসে জয়জয়কার ও সমালোচক মহলেও প্রশংসিত। ফ্যাশন, কুইন, তানু ওয়েডস মানু, তানু ওয়েডস মানু রিটার্নস এক এক সিনেমায় কঙ্গনা দর্শকদের মন জয় করে নিয়েছেন অনবদ্য অভিনয় দিয়ে।
প্রায় একাই দায়িত্ব নিয়ে সিনেমা হিট করিয়েছেন কঙ্গনা। ইদানীং ক্যারিয়ারে যত সাফল্য আসছে তত তার একটা কথাই বারবার মনে হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কেউ বন্ধু হয় না। আর যারা সামনে বন্ধুত্ব দেখান তাদের স্বার্থের সম্পর্ক রয়েছে।
সম্প্রতি একটি টিভি শোতে কঙ্গনা জানিয়েছেন, ‘বলিউডে ওপরে ওঠার জন্য নকল বন্ধুত্ব দেখান অনেকেই। তার মধ্যে শারীরিক সম্পর্কও থাকে। ইন্ডাস্ট্রিতে জায়গা পেতে গেলে এমন শারীরিক সম্পর্কের পথ বেছে নেন অনেকেই।’
কঙ্গনার এই বিস্ফোরক মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে বলিউডে। বলিউডের একাংশ বলছে, কঙ্গনা বাস্তব সত্যিটাকেই তুলে ধরেছেন। আবার নিন্দুকদের দাবি, শিরোনামে থাকার জন্যই এসব বলেছেন নায়িকা। প্রশ্ন উঠছে, নিজের অভিনয় দক্ষতার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন নায়িকা। তাই নতুন কাজ পাওয়ার জন্য তার এমন সাহসী মন্তব্যের কী প্রয়োজন?