ঢাকা উত্তরের যেসব স্থানে পশু জবাই করা যাবে

0

kurbaniঢাকা: ঢাকা উত্তর সিটির পাঁচটি অঞ্চলের ৩৬টি ওয়ার্ডের ২০৮টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।  এই ২০৮টিস্থানের মধ্যে অঞ্চল ১-এ ৪টি, অঞ্চল ২-এ ৪০টি, অঞ্চল ৩-এ ৫৮টি, অঞ্চল ৪-এ ৮৮টি এবং অঞ্চল ৫-এ ১৭টি স্থানে পশু জবাইকরা যাবে।

নির্ধারিত স্থানগুলো হলো: অঞ্চল ১-এ ৬ নং সেক্টরের ১২ নম্বর রোডের বিডিআর বাজারসংলগ্ন রাজউকের প্লট, একই সেক্টরেরশাহজালাল রোডের পূর্ব মাথায় রেললাইনসংলগ্ন জমি, ১০ নম্বর সেক্টরের বেড়িবাঁধ সংলগ্ন রানা ভোলা ও ১৭ নম্বর ওয়ার্ডেরজোয়ার সাহারা নুরানি মাদ্রাসাসংলগ্ন রেললাইনের দক্ষিণ পাশ।

অঞ্চল-২ এর স্থানগুলো হলো: মিরপুর সেকশন-১২ এর ব্লক-এ এর হারুন মোল্লা ঈদগাহমাঠ, ১২/ডি এর ঈদগাহমাঠ, ব্লক-ই এর বড়মসজিদসংলগ্ন পার্ক, মিরপুর সিটি ক্লাবমাঠ, সেকশন-১০ এর ব্লক-সি এর মুকুল ফৌজমাঠ, ১১/সি এভিনিউ-৫ বাজার রোড,উদয়ন স্কুলসংলগ্ন ঝুটপট্টি প্যারিস রোড সংযোগ সড়ক, নিউ ডিসিসি মার্কেট, ১৩/বি টিনশেড কলোনি শহীদ মিনারমাঠ, পাওয়ারহাউজ রোড, ১৩/সি এর শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয়মাঠ, সেকশন-১৪ এর দারুল উলুম মাদ্রাসা, বাউনিয়া বাঁধ ঈদগাহ মাঠ,১১/ই আদর্শনগর ঈদগাহ মাঠ, মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় মাঠ, কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়, সেকশন-৬ এর মাঝখানেররোড ও মুকুল ফৌজমাঠ, সেকশন-৭ এর মিল্কভিটা থেকে আরামবাগ রোড, দুয়ারিপাড়া প্রধান সড়ক, পল্লবী সরকারি প্রাথমিকবিদ্যালয় মাঠ, ৬/সি বাজারসংলগ্ন ঈদগাহমাঠ, ন্যাশনাল বাংলা স্কুল মাঠ, রূপনগর মনিপুর স্কুলমাঠ, আল-নুরী মসজিদ মাদ্রাসামাঠ, কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠ, ব্লক ডি এর চিল্ড্রেন পার্ক, বোটানিক্যাল গার্ডেন হাইস্কুল মাঠ,কাজীপুর জামে মসজিদ মাঠ, মানিকদী আদর্শ বিদ্যানিকেতন মাঠ, বালুঘাট স্কুল মাঠ, বারুনটেক বাইগারটেক প্রধান সড়ক,ধামালকোটি বিআরপি মাঠ, ১২/বি ব্লকের পরিচ্ছন্নকর্মীদের হাজিরা অফিসসংলগ্ন জায়গা, পল্লবী ১১/সি নিউ ডিসিসি মার্কেট,বাউনিয়া বেড়িবাঁধসংলগ্ন স্থান, রূপনগর ৫ নম্বর রোডের ওয়াসা খালসংলগ্ন স্থান, ৮ নম্বর ওয়ার্ডের হজরত শাহ আলী (রহ.)সিটি কর্পোরেশন মার্কেটের ভেতর ও ভাষানটেক সাবেক কমিশনার কার্যালয়ের পেছনের জায়গা।

অঞ্চল-৩ এর স্থানগুলো: ১৮ নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর হাইস্কুলসংলগ্ন মাঠ, কালাচাঁদপুর বালুর মাঠ, বারিধারা পার্ক,শাহজাদাপুর বাঁশতলাসংলগ্ন খালি জায়গা, সোহরাওয়ার্দী এভিনিউসংলগ্ন খালি প্লট, ১৯ নম্বর ওয়ার্ডের রাষ্ট্রপতি বিচারপতিসাহাবুদ্দিন আহমেদ পার্কের উত্তর-পূর্ব অংশ, ডা, ফজলে রাব্বী পার্ক, বনানী চেয়ারম্যান বাড়ি খেলার মাঠ, ১৩ ও ১৫ নম্বরসড়কসংলগ্ন খেলার মাঠ, বনানী ২৭ নম্বর সড়কসংলগ্ন রাজউক খেলার মাঠ, গুলশান সেন্ট্রাল পার্ক, গুলশান লেক পার্ক, গুলশানএভিনিউর উত্তর দিকে ওয়াসার পানির পাম্পসংলগ্ন মাঠ, মহাখালী আমতলী খেলার মাঠ, টিঅ্যান্ডটি খেলার মাঠ, ডিএনসিসিকাঁচাবাজারসংলগ্ন খালি জায়গা, নবনির্মিত মহাখালী ডিএনসিসি কিচেন মার্কেটসংলগ্ন খালি জায়গা, তিতুমীর কলেজ খেলার মাঠ,মহাখালী কমিউনিটি সেন্টারসংলগ্ন রাস্তা, বাড্ডা বালুর মাঠসংলগ্ন হাইস্কুল মাঠ, আলাতুন্নেছা হাইস্কুলসংলগ্ন খালি জায়গা, মেরুলবাড্ডা বাঁশের দোকানসংলগ্ন খালি জায়গা, উত্তর বাড্ডা গার্লস হাইস্কুলসংলগ্ন খালি জায়গা, রামপুরা সালামবাগ মসজিদসংলগ্ন মাঠ,একরামুন্নেছা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠ, বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মহানগর প্রজেক্টের ভেতরের খালি জায়গা, উলনরোডসংলগ্ন খালি জায়গা, খিলগাঁও কবরস্থানসংলগ্ন স্থান, তালতলা মার্কেটের ভেতরের খালি জায়গা, তালতলা মার্কেটসংলগ্ন শহিদবাকী সরণির ৮০ ফুট রাস্তা, পল্লীমা সংসদসংলগ্ন মাঠের খালি জায়গা, খিলগাঁও চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্নমাঠ, বিজি প্রেস হাইস্কুলসংলগ্ন মাঠ, কলোনি বাজারের সামনের খালি জায়গা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির খেলার মাঠ,মহাখালী বাস স্ট্যান্ডসংলগ্ন খালি জায়গা, এফডিসির ভেতরের খালি জায়গা, শাহিনবাগের সিভিল অ্যাভিয়েশন বিডিআর সপ,সিভিল অ্যাভিয়েশন হাইস্কুলসংলগ্ন মাঠ, এলেনবাড়ি সরকারি কোয়ার্টারসংলগ্ন খালি জায়গা, সিঅ্যান্ডবির খালি জায়গা, হোসেনআলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ, পশ্চিম নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শাহীনবাগ স্টাফ ওয়েলফেয়ার স্কুলসংলগ্নখালি মাঠ, আরজতপাড়া জামে মসজিদসংলগ্ন মাঠ, নয়াটোলা শিশু পার্কসংলগ্ন খালি জায়গা, ইস্পাহানি স্কুল মাঠ, প্রভাতি স্কুলমাঠ, শাহানুরী বিদ্যালয়সংলগ্ন খালি জায়গা, মগবাজার চারুলতা মার্কেটসংলগ্ন খালি জায়গা, মগবাজার টিঅ্যান্ডটি পানিরপাম্পসংলগ্ন খালি জায়গা, নয়াটোলা পার্কসংলগ্ন খালি জায়গা, মধুবাগ মাঠসংলগ্ন খালি জায়গা, মীরেরবাগ প্রধান সড়কের পাশেরখালি জায়গা ও বাগানবাড়ি সংলগ্ন খালি জায়গা।

অঞ্চল-৪ এর নির্ধারিত স্থান হলো: হরিরামপুরের আজরাবাদ মাদ্রাসা মাঠ, বর্ধনবাড়ি জামে মসজিদের পাশের খালি জায়গা,গোলারটেক সিদ্ধান্ত স্কুলের মাঠ, দিয়াবাড়ির শিন্নিরটেক বেড়িবাঁধের রাস্তা, কারমাইকেল সড়কের সৈয়দ নজরুল ইসলামকমিউনিটি সেন্টারের কাছে, খালেক সিটির ভেতরে, গোলারটেক ঈদগাহ মাঠ, লালকুঠি বাজার রোড, গৈদারটেক মসজিদেরসামনের জায়গা, পুরাতন গাবতলী মসজিদ মাঠ, শাহ আলী মাজারের ভেতর, বুদ্ধিজীবী শহিদ মিনারের সামনের রাস্তা, গাবতলীপ্রাথমিক বিদ্যালয় মাঠ, দারুস সালাম আবাসিক এলাকা, রেডিও কলোনির ভেতরের জায়গা, ফুরফুরা শরিফ কমপ্লেক্স, ১০ নম্বরকমিউনিটি সেন্টারের ভেতর, কল্যাণপুর বালিকা বিদ্যালয়ের ভেতর, ১৩ নম্বর রোড প্রাথমিক বিদ্যালয় মাঠ, শহিদ মিনার রোডমসজিদের সামনের রাস্তা, পাইকপাড়া প্রধান সড়ক, পাইকপাড়া হাউজিং স্টেটের ভেতরের জায়গা, ইস্টার্ন হাউজিংয়ে ভেতরেররাস্তা, মধ্য পাইকপাড়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স, পাইকপাড়া এসপি রোডের শেষ মাথায় কালভার্টসংলগ্ন, বিহারিপাড়া প্রধানরোড,পাইকপাড়া গভর্মেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতর (ওয়ার্ক কলোনি), পাইকপাড়া গভর্মেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতর (আনসারক্যাম্প), ওয়াসির খান রোড গভর্মেন্ট স্টাফ কোয়ার্টারের ভেতর, মিসকো সুপার মার্কেটের সামনের রাস্তা, দক্ষিণ বিশিল প্রধানসড়কের মসজিদের কাছের জায়গা, জনতা হাউজিং বাইলেন, বশিরউদ্দিন স্কুল মাঠ, হাবুলের পুকুরপাড় মসজিদের সামনের রাস্তা,দাউদখান মসজিদের সামনের রাস্তা, কলওয়ালাপাড়া জামে মসজিদের সামনের রাস্তা, মনিপুর স্কুলের ভেতরের মাঠ, বড়বাগসাইন পুকুর পানিরপাম্পসংলগ্ন রাস্তা, সেনপাড়া বড়বাগ বাজার রোড, মনিপুর গাউছিয়া মসজিদের সামনে, বড়বাগ বসতিহাউজিংয়ের ভেতর, মনিপুর বালক বিদ্যালয় মাঠ, মাউকবওয়ালা মসজিদের সামনের জায়গা, বাবা হুজুরের মসজিদের সামনে,পীরেরবাগ আলিমুদ্দিন স্কুল মুক্তি হাউজিংয়ের ভেতর, শিমুলতলা মসজিদের সামনে, ঝিলপাড়া মসজিদের সামনে, পীরেরবাগছিদ্দিকীয়া মাদ্রাসা মাঠ, ছাপড়া মসজিদ রোড, পাবনা গলি রাস্তা, সেনপাড়া ঈদগাহ মাঠ, জিরো পয়েন্ট, মাদবরের পুকুরপাড়,কাজীপাড়া মাদ্রাসা, শেওড়াপাড়া হাজী আশরাফ আলী স্কুল, ইব্রাহিমপুর শেওড়াপাড়া পাকার মাথা, নাহার বেকারির সামনে,জামতলা মসজিদের সামনে, জামতলা বাজার, ইটখোলার বাজার, আমতলা বাজার, শেওড়াপাড়া পীরেরবাগ রোড, মাসুদ অ্যান্ডকোম্পানির বাড়ির সামনে, শাপলা হাউজিং, বাউন্ডারি রোড বিআরবি গার্মেন্টের সামনে, গোয়ালবাড়ি ১৪ নম্বর ঈদগাহ মাঠ,মমিন সরণির সামনে, মধ্যপাড়া জামে মসজিদ, ইব্রাহিমপুর সরণি সড়ক, গেদু মাতব্বর রোড, আনন্দ রোড, মনিপুর স্কুল মাঠ,কাফরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ঈদগাহ রোড, শিমুলতলা খালের পাড়, উত্তর কাফরুল হাইস্কুল, দক্ষিণ কাফরুলহাইস্কুল, দক্ষিণ কাফরুল গির্জারোড, সরণিকা বিল্ডিং ঝিলপাড়, অ্যাডভানটেজ স্কুলের সামনে, কামাল খান রোড, ৮০ দাগরোডের মাথায়, কামাল খান রোডের মাথায়, মিতালী রোড হাউজিং, কর্নার ভিউ রোড, পশ্চিম কাফরুল হাসান ফিলিং স্টেশনরোড (খালপাড়), হালিম ফাউন্ডেশন স্কুলের সামনে ও রোকেয়া সরণি।

অঞ্চল-৫ এর নির্ধারিত স্থানগুলো হলো: ২৬ নম্বর ওয়ার্ডের তেজকুনিপাড়া খেলাঘর মাঠ ও কারওয়ানবাজার জনতা টাওয়ারেরসামনের রাস্তা, ২৭ নম্বর ওয়ার্ডের খেজুরবাগান টিঅ্যান্ডটি মাঠ ও শেরেবাংলানগর পাকা মার্কেট, ২৮ নম্বর ওয়ার্ডের হিন্দোল,শতদল, কল্লোল সরকারি কোয়ার্টারসংলগ্ন মাঠ ও বিজ্ঞান জাদুঘরের সামনের ঈদগাহ মাঠ, ২৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর পশুজবাইখানা, বিজলী মহল্লার জান্নাতবাগ মাঠ ও জহুরি মহল্লার চাঁদের হাট মাঠ, ৩০ নম্বর ওয়ার্ডের মনসুরাবাদ হাউজিং ওস্লুইসগেটসংলগ্ন সুনিবিড় হাউজিং, ৩১ নম্বর ওয়ার্ডের শেরশাহ শুড়ি রোডের ঈদগাহ মাঠ ও সলিমুল্লাহ রোডের পানির ট্যাংকিরসামনে, ৩২ নম্বর ওয়ার্ডের হুমায়ুন রোড মাঠ ও আশা টাওয়ারের পেছনের পিসি কালচার মাঠ, ৩৩ নম্বর ওয়ার্ডের রায়েরবাজারস্মৃতিসৌধের পাশে ও বৈশাখী মাঠ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More