কুয়াকাটার গঙ্গামতি সৈকতে ও কুয়াকাটা ঝাউবন সংলগ্ন সৈকতে দুটি অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে প্রথমে স্থানীয় জেলেরা গঙ্গামতি সৈকতে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা ঝাউবন এলাকায় আরও একটি লাশ পাওয়ার খবর পায় পুলিশ।
শরীরের বিভিন্ন অংশ ক্ষয়ে যাওয়া লাশ দুটির পরনে হাফপ্যান্ট ছিল। তবে লাশ দুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশের এসআই সঞ্জয় মন্ডল জানান, তাদের ধারণা-লাশ দুটি হতভাগ্য জেলের হতে পারে। লাশের সুরতহাল শেষে পটুয়াখালী মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর সকালের দিকে সাগরে আকস্মিক ঝড়ে বেশ কিছু মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অনেক জেলে নিখোঁজ রয়েছেন।