বাইল কোম্পানির প্রচারণায় চার তরুণীর নগ্ন নৃত্য (ভিডিও)

0

Rebtel 2
নিউইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে ব্যস্ত সন্ধ্যায় গিজগিজে মানুষের মধ্যে হঠাৎ করেই এল একদল তরুণী। শরীরে শুধুই জামা! কৌতূহলী মানুষ একটু হলেও ভড়কে গেলেন। কিন্তু তাদের অবাক হওয়ার শুরু ছিল এটি। একটু পরে ঘটল মূল ঘটনা। জনারণ্য টাইমস স্কোয়ারে ফটাফট জামা খুলে ফেললেন তরুণীরা। এরপর একেবারে নিরাবরণ। টপলেস! নগ্ন শরীরের বুক ও নিতম্বজুড়ে আছে শুধু আঁকাআঁকি। স্রেফ রং দিয়ে ভারতীয় পোশাকের অলঙ্করণ। এরপর শুরু হল ‘ছম্মক ছাল্লো’ নাচ! কিন্তু কেন?

Rebtel নামে একটি সুইডিশ মোবাইল নেটওয়ার্ক সংস্থার বিজ্ঞাপন ছিল এটি। বিজ্ঞাপনের নতুন স্টাইলে চোখ কপালে উঠেছে গোটা বিশ্ববাসীর। সংস্থার আপাদমস্তক ‘সেক্সিয়েস্ট’ মার্কেটিংয়ে সমালোচনাও তুঙ্গে। জানা গেছে, এই মোবাইল কোম্পানিটি সম্প্রতি একটি অফার চালু করেছে। যার মাধ্যমে ভারতে আনলিমিটেড ফোন করা যাবে তাদের নেটওয়ার্ক ব্যবহার করে।

‘আনলিমিটেড কলস টু ইন্ডিয়া।’ এই অফারের প্রচারেই Rebtel টাইমস স্কোয়ারে চার তরুণীকে দিয়ে একটি জনপ্রিয় ভারতীয় গান ‘ছম্মক ছাল্লো’ নাচ করিয়েছে। তাও আবার টপলেস। ভারতীয় পোশাক রয়েছে। কিন্তু তা শরীরে স্রেফ আঁকা, অর্থাৎ বডি পেইন্ট। পিঠে ট্যাটু করে লেখা ‘ওঁ’।Rebtel

ভারতীয় গানে ৪ সুইডিশ তরুণীর নাচ তারিয়ে উপভোগ করেছে টাইমস স্কোয়ারের কয়েক হাজার মানুষ। এমন বিজ্ঞাপনী প্রচারে তুমুল বিতর্ক শুরু হয়েছে। অনেকেরই বক্তব্য, সেক্সিয়েস্ট মার্কেটিংয়ের মাধ্যমে এ প্রচার ঠিক নয়। সুইডেনের নারী সংগঠন জোহানা ডাহলিনের কথায়, ‘সেক্স বিক্রি করে মার্কেটিং ছাড়া কিচ্ছু নয়। সংস্থাটি ব্যবসার জন্য মেয়েদের শরীর ব্যবহার করেছে। ‘যদিও যাবতীয় বিতর্ককে উড়িয়ে Rebtel-এর বক্তব্য, ‘আমরা নারী-পুরুষের সমান অধিকারেই বিশ্বাসী। আর ছেলেদের মতো মেয়েদেরও শরীর দেখানোর সমান অধিকার রয়েছে। আমরা আসলে বিখ্যাত ছবি ও আন্দোলন ‘ফ্রি দ্য নিপল’ থেকেই অনুপ্রাণিত হয়েই আমাদের বিজ্ঞাপনী প্রচারণা চালিয়েছি।’

ভিডিও

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More