বগুড়া: ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে সফের উদ্দিন মন্ডল (৭০) ও আব্দুস সালাম (২৪) নামের চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার সরুগ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সরুগ্রামের মৃত পানা মন্ডলের ছেলে সফের উদ্দিন গোসল করে বিদ্যুতের তারের উপর ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী ফিরোজা খাতুন ও ভাতিজা আব্দুস সালাম সফের উদ্দিনকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সফের উদ্দিন ও আব্দুস সালামের মৃত্যু হয় এবং ফিরোজা খাতুনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের মেডিকেল অফিসার অমিত কুমার এ তথ্য নিশ্চিত করে বাংলামেইলকে জানান, বিদ্যুৎপৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে।