নায়িকা ময়ূরীর স্বামী ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলন হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ২৭ই সেপ্টেম্বর (রবিবার) বিকালে ঢাকা সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, রেজাউল করিম খান মিলন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বছর খানেক তিনি পরিষদে অফিস করলেও তারপর থেকেই তিনি বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন। মিলন খানের দুইজন স্ত্রী থাকা সত্তেও তৃতীয় স্ত্রী হিসেবে চলচ্চিত নায়িকা ময়ূরীকে বিয়ে করেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে ময়ূরী এবং রেজাউল করিমের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে । সবগুলো মামলার জামিন নিয়ে সম্প্রতি মিলন তার বাড়িতেই বসবাস করছিলেন। গত রবিবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে ভূঞাপুর উপজেলার রাউতবাড়ি ঈদ গাঁ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে ।