বাংলাদেশে অবস্থানরত বৃটিশ নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে বৃটেন সরকার। বৃটিশ সরকারের জিওভি ডট ইউকে ওয়েবসাইটে বাংলাদেশ সফরে পরামর্শ বিভাগে ‘সামারি’ ও ‘টেরোরিজম’ সেকশনে নতুন তথ্য সংযোজন করে বলা হয়েছে, ‘২০১৫ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী সন্ত্রাসীরা (মিলিট্যান্টস) বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর হামলার পরিকল্পনা করে থাকতে পারে। পশ্চিমারা সমবেত হতে পারে এমন সব অনুষ্ঠানে যোগ দেয়া থেকে ইউকে কর্মকর্তাদের বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে; উদাহরণস্বরূপ হোটেল বা কনফারেন্স সেন্টারগুলোতে।’
গতকাল এ অংশ যোগ করা হয়। এ ছাড়া ‘টেরোরিজম’ সেকশনে বলা আছে, সন্ত্রাসবাদ নিয়ে বাংলাদেশে সাধারণ ঝুঁকি রয়েছে। হামলার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। বিদেশী নাগরিকদের যাতায়াত আছে এমন স্থানগুলোতেসহ এসব হামলা বাছবিছারহীন হতে পারে। সতর্কবার্তায় আরও বলা হয়, বিশ্বজুড়ে ইউকে স্বার্থ এবং বৃটিশ নাগরিকদের বিরুদ্ধে ইরাক ও সিরিয়া দ্বন্দ্ব থেকে অনুপ্রাণিত ব্যক্তিবিশেষ বা দলের সন্ত্রাসী হামলার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে বলে বিবেচনা করা হচ্ছে। এমতাবস্থায় সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে বৃটিশ নাগরিকদের।