সুরঞ্জিত সেনের প্রশ্ন: ক্রিকেট নিয়ে হঠাৎ এই নাটকীয়তা কেন ?

0

Suronjitআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, লন্ডন থেকে খালিহাতে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এ সময় তিনি বলেন, বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর নিয়ে জটিলতা সৃষ্টি আন্তঃক্রিকেটিয় ষড়যন্ত্রের অংশ হতে পারে। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত এ সব কথা বলেন। তিনি বলেন, সব ঠিক থাকার পরও অস্ট্রেলিয়ার না করে দেয়ার ঘোষণা অসামঞ্জস্য মনে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলকে ষড়যন্ত্র ও চক্রান্ত জয় করেই এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ক্রিকেট নিয়ে হঠাৎ এই নাটকীয়তা কেন? দেশের আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের জঙ্গি হামলা ও নাশকতা মোকাবেলা ও দমন করতে প্রস্তুত। অস্ট্রেলিয়া দল আগেও বাংলাদেশে খেলে গেছে। তিনি বলেন, পাকিস্তানে বারবার জঙ্গি হামলা হচ্ছে। সেদেশে অনেক দেশই খেলতে যাচ্ছে না। এরপরও বাংলাদেশের নারী ক্রিকেট দল কেন পাকিস্তানে গেল? সালমারা খেলতে যাচ্ছেন এটা আমাদের অতি পাকিস্তান প্রিয়তা না আঞ্চলিক ক্রিকেট রাজনীতি তা খতিয়ে দেখতে হবে। সুরঞ্জিত বলেন, বিএনপি চেয়ারপারসনের লন্ডন সফর শেষে কোনো লাভ হবে না। তিনি খালি হাতেই দেশে ফিরে আসবেন। লন্ডনে একমাত্র মা-ছেলে ছাড়া কারো সাথে সাক্ষাৎ হয়নি। তাকে (খালেদা জিয়া) বলবো- দেশে ফিরে এসে গণতান্ত্রিক পথে প্রধানমন্ত্রীর মতো দেশের মানুষের জন্য কাজ করবেন। জোটের ঢাকা বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, চিত্রনায়িকা অরুণা বিশ্বাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এমএ করিম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More