আর মাত্র কয়েকদিন, তারপরেই ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর হাতে থাকবে সুপার সনিক মিসাইল। শব্দের থেকে তিনগুণ গতিতে চলতে পারা এই সুপার সনিক মিসাইল দেখতে অনেকটা বিষ্ণু চক্রের মতো। অত্যন্ত ক্ষমতাসম্পন্ন এই সুপার সনিক মিসাইলেই আগামীদিনে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়র সেরা অস্ত্র হতে চলে বলে মনে করা হচ্ছে।
সোমবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নতুন গবেষণার কথা প্রকাশ করে দিয়েছেন ডিআরডিওর প্রাক্তন কর্মকর্তা তথা ইসরো প্রফেসর সিবাথানু পিল্লাই। তার কথায়, “ভারতীয় প্রতিরক্ষা গবেষণা আপাতত মেতে রয়েছে সুপার সনিক মিসাইল নিয়ে। গবেষণা সাফল্যের মুখে। এই স্বপ্ন যদি সত্যি হয় ভারতীয় শত্রুদের পিলে চমকে যাবে।”
কী এমন ক্ষমতা এই সুপার সনিক মিসাইলের? পিল্লাই নিজেই জানিয়েছে, পৃথিবীর মধ্যে ভারতই প্রথম দেশ হবে যার হাতে থাকবে এই সুপার সনিক মিসাইল। মার্কিন ক্রুজ মিসাইলের সঙ্গেও সমানে পাল্লা দিতে সক্ষম এই সুপার সনিক। ভূমি থেকে শত্রু দেশের যেকোনো ঘাঁটি লক্ষ্য করে গুড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ এ ব্যাপারে এখনই মুখ খোলা না হলেও মনে করা হচ্ছে আগামী জানুয়ারির মধ্যেই ভারতীয় অস্ত্রভাণ্ডারে শোভা পাবে সুপার সনিক।