‘গ্রেনেড বিস্ফোরণে’ আটক জেএমবির সামরিক কমান্ডার নিহত

0

JMBনগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি ভবন থেকে হ্যান্ড গ্রেনেড, অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জামসহ আটক জেএমবি চট্টগ্রামের সামরিক কমান্ডার মোহাম্মদ জাবেদ গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে তাকে নিয়ে অভিযানে গেলে নগরীর কুয়াইশ সড়ক-সংলগ্ন অনন্যা আবাসিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে। ভোর পৌণে ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ। তিনি বলেন, ‘গ্রেনেড বিস্ফোরণে গুরুতর দগ্ধ হয়ে জেএমবি কমান্ডার জাবেদকে ডিবি হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন-এস আই ইলিয়াছ, এস আই লিয়াকত, ও কনেস্টেবল ফয়সাল।’ এরআগে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার সংবাদমাধ্যমকে বলেন, ‘খোয়াজনগর থেকে গ্রেনেড-বিস্ফোরকসহ আটক জেএমবির সামরিক কমান্ডার মোহাম্মদ জাবেদের স্বীকারোক্তিতে কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় অভিযানে যাই। এসময় একটি বাসা থেকে গ্রেনেড উদ্ধার করতে গেলে বিস্ফোরণে জাবেদ গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় আমাদের তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।’ গতকাল সোমাবার সোমবার সন্ধ্যায় খোয়াজনগর লালমিয়া কন্ট্রাকটর সড়কের পাঁচ তলা বিশিষ্ট হাজী নুর আহমদ টাওয়ারের নিচতলার ভাড়া বাসায় এ অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে শক্তিশালী নয়টি হ্যান্ড গ্রেনেড, প্রায় ২শ’ রাউন্ড একে ২২-এর গুলি, একটি বিদেশি পিস্তল, ১০টি ছোরা, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র তৈরির মেশিন ও বই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More