মুম্বাই: মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বাজিমাত করেই চলেছে আমির খানের ‘ধুম থ্রি’।. একটার পর একটা রেকর্ড ভেঙে গড়ছে নতুন নতুন রেকর্ড। মুক্তি ষষ্ঠ দিনে তিনশ’ কোটির ক্লাবে ঢুকে গেছে ‘ধুম থ্রি’।
এখন পর্যন্ত ‘ধুম থ্রি’র বক্স অফিস থেকে মোট আয় ৩১৩ কোটি রুপিরও বেশি! এর মধ্যে শুধু ভারত থেকেই উঠেছে ২২৯ কোটি রুপি। আর দেশের বাইরে থেকে ‘ধুম থ্রি’ আয় করেছে ৮৪ কোটি রুপি।
অর্থাৎ বড়দিনের ছুটি থাকায় দিনটি ভালোই কেটেছে ভারতবাসীর। এই দিনে শুধু ভারত থেকে ‘ধুম থ্রি’ আয় করেছে ২৩.৭৫ কোটি রুপি। না, এটা পুরো একদিনের হিসাব কিন্তু নয়। বড়দিনের ছুটিতে, অর্থাৎ বুধবার, শুধুমাত্র নাইট শোগুলো থেকেই এই আয় হয়েছে! সূত্র: ওয়েবসাইট।