পদার্থবিদ্যায় ২০১৫ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। জাপানের বিজ্ঞানী তাকাকি কাজিতা ও কানাডিয়ান পদার্থবিদ আর্থার বি ম্যাকডোনাল্ডকে এ বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মৌলিক কণা নিউট্রিনোর দোলন আবিষ্কারের জন্য এই দু’বিজ্ঞানীকে এ বছর বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে।
নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের গবেষণা পদার্থের গভীরে কী ঘটে, সে বিষয়ে আমাদের ধারণা বদলে দিয়েছে, আমাদের বিশ্ববিক্ষায় সমর্থনে প্রমাণ যুগিয়েছে।
তাকাকি কাজিতা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এবং ম্যাকডোনাল্ড কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।