বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে লালমনিরহাট আদিতমারী উপজেলায় রহিম (৩০) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার দুর্গাপুর সীমান্তসংলগ্ন চওরাটারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম দুর্গাপুর ইউনিয়নের চওরাটরি গ্রামের আবুল কাশেমের ছেলে। ওই ঘটনায় নারীসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন- চওরাটরি গ্রামের সুলতান, সাজু, সুমন ও রাবেয়া।
এদের মধ্যে সুলতানের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতী বলেন, বাংলাদেশি গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাদের পিছু নেয়। এ সময় বিএসএফ সীমান্তের জিরোলাইন থেকে বাংলাদেশের প্রায় সাড়ে ৩০০ গজ ভেতরে চওরাটারি গ্রামে প্রবেশ করে গরু নিয়ে যেতে চায়।
গ্রামবাসী তাদের গরু নিতে বাধা দিলে বিএসএফের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুঁড়তে ছুঁড়তে সীমান্তের ওপারে চলে যায়। এতে বাংলাদেশের পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। যাওয়ার সময় তারা বাংলাদেশ থেকে চারটি গরুও নিয়ে যায় বলে অভিযোগ করেছে এলাকাবাসী।
বজলুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হবে।