বহুগুঞ্জন শেষে তিউনিশিয়ার ন্যাশনাল ডায়লগ কোয়ার্টেট শান্তিতে নোবেল পুরস্কারে পেল। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় নরওয়ের অসলোতে দি নরওয়েজিয়ান নোবেল কমিটি সংগঠনটির নাম ঘোষণা করে।
এবার শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নের জন্য ২৭৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বিভিন্ন দেশের ২০৫ জন ব্যক্তি ও ৬৮ টি সংগঠন এ পুরস্কারের জন্য আবেদন করে। এদের মধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নামও ছিল। কিন্তু সবাইকে পেছনে ফেলে নোবেল জয় করল তিউনিশিয়ার ন্যাশনাল ডায়লগ কোয়ার্টেট-এর চারটি সংগঠন। নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২০১১ সালে আরব বসন্তের আন্দোলনে উত্তাল তিউনেশিয়ার সাধারণ মানুষ ও সরকারি পর্যায়ে মধ্যস্থতার জন্য সংগঠনগুলোর মোর্চাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে বলে জানায় নোবেল কমিটি।
বাংলাদেশে ২০০৬ সালে শান্তিতে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন, ড. মুহাম্মদ ইউনূস। টুইটার, নোবেল প্রাইজ।