আগামী ২০ নভেম্বর হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান। আর বরাবরের মতো এবারও এই আয়োজনে দেশি তারকাদের সঙ্গে থাকেবেন বিদেশি তারকারাও।
বিপিএলের আয়োজন মাতাতে এবার ঢাকায় আসছেন বলিউডের হৃতিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং গায়ক কেকে।
বিষয়টি বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে। অনুষ্ঠানটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামীকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বিসিবির সূত্রটি।