জ্যাকুলিন মিথিলা বিব্রত, ফেসবুকে বহু ফেক আইডি!

0

Jacqueline Mithila33ফেসবুকে ফেক আইডি নিয়ে খুব বিরক্তবোধ করছেন দেশের জনপ্রিয় মডেল এবং বাংলার সানি লিওন খ্যাত ‘জ্যাকলিন মিথিলা’। কে বা কারা তার নামে একের অধিক ফেক আইডি খুলে নিত্যনতুন আপডেট দিয়ে যাচ্ছেন সেই ফেসবুক ওয়ালে। এমনকি মডেল ‘জ্যাকলিন মিথিলা’ সেজে ফ্রেন্ড বা ফলোয়ারদের সঙ্গে নিয়মিত চ্যাট বা ম্যাসেজ আদান- প্রদান করে যাচ্ছেন। অথচ এসব বিষয়ে কিছুই জানেন না দেশের সারা জাগানো এই মডেল।

অনেকেই মনে করছেন এ আইডিগুলো হয়তো জেকলিন মিথিলা। পরবর্তীতে তার সঙ্গে দেখা হলে এ প্রসঙ্গে কথা উঠলে অনেকটাই বিড়ম্বনা ও জটিলতার মুখোমুখি হন ‘জ্যাকলিন মিথিলা’। ফেসবুক ঘেঁটে দেখা গেল ‘জেকলিন মিথিলা’ নামে প্রায় ৩০-৩৫ টির বেশি ফেক আইডি এবং পেইজ রয়েছে। কিন্তু সাধারণ ফ্যানরা বুঝতেই পারবে না এগুলো আসলে তিনি নন। কারণ এসব আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস ও ছবি এমনভাবে পোস্ট করা হয় যা মিথিলার প্রকৃত আইডির সঙ্গে মিলে যায়। কিন্তু এবার স্বয়ং ‘জ্যাকলিন মিথিলা’ তার ভক্তদের এই বিব্রতকর অবস্থা থেকে উত্তরণের জন্য নিজের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক বার্তায় তিনি তার নিজের ফেসবুক আইডির কথা এবং লিংক উল্লেখ করে বলেন, এই একটি মাত্র আইডি এবং পেইজ ছাড়া আর কোন আইডি ব্যবহার করেন না।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More