তার নাম মেহের নিগার। পুরাতন জমানার বিশেষ সুন্দরীদের সাথে তার চেহারার মিল আছে এমনি মনে করেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বিভিন্ন বড় ফ্যাশন হাউজ ও শারি ঘর গুলো তার উপমা মণ্ডিত চেহারাকে কাজে লাগিয়ে মডেলিং এ নতুন মাত্রা দেয়ার চেষ্টা করেন। মেহের নিগার তার রাজকীয় চেহারায় ঐতিহ্য বাহি চেহারার ভঙ্গি ফুটিয়ে তুলতে পারেন খুব সহজেই। টিভিতে উপস্থাপনাও করেন তিনি, করে থাকেন শুদ্ধ মডেলিং। নোংরামি বা নগ্নতা জরিত কোন মডেলিং এ তার কোন ইচ্ছে নেই বলেই বোঝা যায় তার সামাজিক প্রোফাইল গুলো দেখে। শারি, সেলোয়ার কামিস সহ ভদ্র ও শালীন পোশাকের মডেলিং করেন মেহের নিগার।
দিবার্তা.কম/এইচএন