তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্চ করে দায়ের করা ক্যাবের রিট আবেদনটি শুনানীর জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত।
সোমবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজ আদালতে রিট আবেদনের পক্ষে শূনানী করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। পরে আদোলতে থেকে বেরিয়ে মোহাম্মাদ সাইফুল আলম বলেন, আবেদনটি ‘আউট অব লিষ্ট’ করেছেন আদালত। একইসঙ্গে এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।
গত বুধবার এ রিট আবেদনটি দায়ের করে কনজুমারস অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। তাদের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মাদ সাইফুল আলম। রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)কে বিবাদী করা হয়।