৮ম জাতীয় বেতন কাঠামো সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দু’টি আইন সংশোধন প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বেতন বাড়ছে। অন্যদিকে স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়িয়ে আলাদা আইন সংশোধন প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
নতুন বেতন কাঠামোয় রাষ্ট্রপতির ১ লাখ ২০ হাজার এবং প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া তাদের বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির সুনির্দিষ্ট প্রস্তাব করা হয়েছে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, প্রস্তাবিত বেতন কার্যকর হবে চলতি বছরের জুলাই থেকে। আর ভাতা পাবেন ২০১৬ সালের জুলাই থেকে।
এছাড়া বাংলাদেশ ২০১৬ সালের জন্য গ্লোবাল ফান্ড অন মাইগ্রেশন ডেভেলপমেন্ট (জিএফএমডি)-এর সভাপতি নির্বাচিত হয়েছে বলে জানান মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।