ইতিমধ্যেই ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে পরিচালক বিশাল পাণ্ডের ‘হেট স্টোরি ৩’-এর ট্রেলার। ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন জেরিন খান এবং শরমন জোশী। এমন ‘লাভ মেকিং সিন’-এ কতটা স্বচ্ছন্দ ছিলেন তাঁরা?
জেরিন খান জানিয়েছেন, ‘‘শুটিংয়ের একেবারে শেষের দিকে আমরা ওই দৃশ্য শুট করেছিলাম। ততদিনে আমাদের ভালই পরিচয় হয়ে গিয়েছিল। তাই কোনও অসুবিধে হয়নি।’’ দীর্ঘ অভিজ্ঞতায় এ সব দৃশ্যের জন্য শরমনও বেশ সাবলীল। তাঁর কথায়, ‘‘আমার কোনও অসুবিধে হয়নি। যদিও এর জন্য যাবতীয় কৃতিত্ব পাবে জেরিন আর ক্রু মেম্বাররা। আমরা পেশাদার অভিনেতা। এগুলো তো আমাদের কাজেরই অঙ্গ।’’
কিন্তু সেন্সর বোর্ডে যদি আটকে যায় ছবিটি? এ বিষয়ে পরিচালক বিশাল পাণ্ডে বলেছেন, ‘‘যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই শ্যুট করেছি। আমরা আমাদের কাজ করেছি। সেন্সর বোর্ড তাদের কাজ করবে বলে জানান তিনি।’’