তিনে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবী পেলেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আফগানিস্তান পেল ৫৮ রানের জয়। রোববার বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়েকে দ্বিতীয় ওডিআইতে হারিয়ে সিরিজে সমতা আনল আফগানিস্তান। নবীর নির্ভীক ব্যাটিংয়ের সঙ্গে নুর আলী জাদরানের ৬০ রানের ধৈর্যশীল ইনিংসে বিজয়ীরা ২৭১/৬-এ পৌঁছে। জিম্বাবুয়ে ২১৩-র বেশি করতে পারেনি। জংওয়ে ৪৬ ও আরভিন ৪৩ রান করেন। দুটি উইকেট পান দৌলত জাদরান। ১২১ বলে ১১৬ রান (তিনটি ছয় ও ছয়টি ছয়) করা নবী ম্যাচসেরা। পাঁচ ম্যাচের সিরিজ ১-১।
আফগানিস্তান ২৭১/৬, ৫০ ওভারে (নুর আলী জাদরান ৬০, মোহাম্মদ নবী ১১৬, আসগর স্টানিকজাই ৩৯, সামিউল্লাহ ২০*। পানইয়ানগারা ২/৪৩, মুতমবদজি ২/৪০)।
জিম্বাবুয়ে ২১৩/১০, ৪৬.৪ ওভারে (মুতুম্বামি ৩৫, ক্রেগ আরভিন ৪৩, মুতমবদজি ২৭, চিগুম্বুরা ২৫, জঙওয়ে ৪৬। আফতাব আলম ২/৪৮, দৌলত জাদরান ২/২৫, সামিউল্লাহ ২/২৩)।
ফল : আফগানিস্তান ৫৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোহাম্মদ নবী (আফগানিস্তান)। ক্রিকইনফো।