এই চারটে দিন স্টারডাম থেকে দূরে। সিনেপর্দা থেকে তারকারা নেমে এসেছেন প্যান্ডেলে প্যান্ডেলে। বেড়িয়ে পড়েছেন সেরা থিম, সেরা মন্ডপ, সেরা প্রতিমার খোঁজে। এককথায় খাতা পেন হাতে বিচারেরই চলছে প্যান্ডেল হপিং। এই চারটে দিন সাধারণের সঙ্গে মিশে তাঁরাও অতি সাধারণ। তাইতো কখন কাসরঘন্টার কাঠি হাতে, কখন বা ক্লাবের বাচ্চাদের সঙ্গে শারদ উৎসবে মেতে উঠেছে সেবেবরা। আসলে ‘মন তো বাঙালি’ তাই সেলেব হোক আর সাধারণ দুর্গা পুজোটা সবার কাছে সমান।