রাজধানীতে সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্য যেকোনো বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে সোমবার প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সরকারি পরিবহন বিআরটিসিসহ সকল বাসে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। যদি না নেয় আপনারা (শিক্ষার্থীরা) সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ‘রাজধানীতে জনভোগান্তি সাময়িকভাবে যতই হোক, গণপরিবহনগুলো যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয় সে জন্য অভিযান অব্যাহত আছে ও থাকবে। সরকার ব্যবস্থা নিলে জনদুর্ভোগ হবে, এ জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা ঠিক না।’
এ সময় বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে বিআরটিসি বাসগুলো যেন অপরিষ্কার ও নোংরা না থাকে আর যাত্রীরা যেন কোনো অভিযোগ না করে সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া।’