হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের চার বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিক আবু লেইছ মো. মুবিন চৌধুরী আর নেই।আজ শুক্রবার সকাল ছয়টায় তিনি হবিগঞ্জ শহরের প্রধান সড়কের শায়েস্তানগরস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক জীবনে তার এক স্ত্রী রয়েছে। তিন ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।
সংসদ সদস্য মুবিন চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের হাত ধরে রাজনীতিতে আসেন।
তিনি ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরপর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ এ তিনি বিএনপিতে যোগ দেন। এ বছর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এ এস এম কিবরিয়ার কাছে অল্পভোটে পরাজিত হন।
পরে গ্রেনেড হামলায় শাহ এ এস এম কিবরিয়া নিহত হলে ২০০৫ এর উপনির্বাচনে মুবিন চৌধুরী বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনীতিক, ব্যবসায়ী, শুভাকাক্সক্ষী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষ তার বাসায় ভিড় জমান।