শহিদ কাপুর, আলিয়া ভাট অভিনীত শানদার মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। ছবির মুক্তি নিয়ে ইতিমধ্যেই শহিদ এবং আলিয়া ব্যস্ত। দম ফেলার ফুরসতটুকুও নেই। এমনকি, শাহিদের স্ত্রী মীরা রাজপুত দাবি করেছেন, শানদার নাকি, ‘বিগ হিট’ হতে হবে। সিনেমার ভবিষ্যত কী হবে, তা নিয়ে নিশ্চিত নয় কেউ। কিন্তু, প্রমোশন চলছে রমরমিয়ে। কিন্তু, এসবের মধ্যেই কিন্তু বয়ফ্রেন্ড সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে নিলেন আলিয়া ভাট।
আলিয়া শানদার-এর প্রমোশন নিয়ে যেমন ব্যস্ত তেমনি, সিদ্ধার্থ বার বার দেখো-র শ্যুটিংযে ব্যস্ত। তার মধ্যেই একটু সময় বের করে, একসঙ্গে সময় কাটালেন আলিয়া, সিদ্ধার্থ। এমনকি, সিদ্ধার্থ মালহোত্রার বাড়িতেই বুধবার গভীর রাতে দেখা যায় আলিয়াকে। ভেবেছিলেন, ক্যামেরার ফ্ল্যাশ এড়িয়েই সময় কাটাবেন দু’জনে। কিন্তু, বাড়ি থেকে বেরোনোর সময় পাপারাতজি’দের ক্যামেরার ফ্ল্যাশে পড়ে যান আলিয়া এবং সিদ্ধার্থ। আর কি, ছবি মুক্তির আগে তো এটুকু সময় সিদ্ধার্থের সঙ্গে একান্তে কাটাতেই পারেন আলিয়া।