সম্প্রতি বলিউড অভিনেতা বিশাল ঠাক্করের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন এক টেলি সিরিয়াল অভিনেত্রী। পুলিশ বিশালকে গ্রেফতারও করেছে। শ্বেতা তিওয়ারি ও প্রত্যুষার মতো অভিনেত্রীও এর আগে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে এফআইআর দায়ের করেন।
অভিনেত্রী শ্বেতা তিওয়ারি তাঁর প্রাক্তন স্বামী রাজা চৌধুরির বিরুদ্ধে গালিগালাজ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেছিলেন। গার্লফ্রেন্ড শ্রদ্ধা শর্মাকে মারধরের অভিযোগে পুলিশ রাজাকে গ্রেফতার করেছিল।
বালিকা বধূ সিরিয়ালের আনন্দী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় বয়ফ্রেন্ড মকরন্দ মালহোত্র ও তার বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। যদিও সব অভিযোগ থেকে অব্যাহতি পান মকরন্দ।
অভিনেত্রী দীপশিখা নাগপাল তাঁর স্বামী কেশব অরোরার বিরুদ্ধে পুলিশের কাছে পারিবারিক হিংসার অভিযোগ দায়ের করেছিলেন।
বিয়ের পর ডিম্পি স্বামী রাহুল মহাজনের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।
বিগ বস সিজন ৭-এর দুই প্রতিদ্বন্দ্বী সোফিয়া হায়াত ও অরমান কোহলির মধ্যে মারপিট হয়েছিল। এ জন্য সোফিয়া আরমানের বিরুদ্ধে মামলা করায় বিগ বসের বাড়ি থেকে আরমানকে গ্রেফতার করা হয়েছিল।
Next Post