ঢাকা: নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার ১৮ দলীয় জোটকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েতের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেলের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। মাসুদুর রহমান জানান, এখানে গণজমায়েত হলে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিরোধী নেতা খালেদা জিয়া একতরফা নির্বাচন বাতিলের দাবিতে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণজমায়েতের ঘোষণাও দেন জোটনেত্রী। গত বুধবার বিএনপির একটি প্রতিনিধি দল নয়াপল্টনে মাইক ব্যবহারের অনুমতি ও বিরোধী নেতার নিরাপত্তার জন্য পুলিশের সহায়তা চেয়ে একটি চিঠি দিয়েছিল।