{একটা বিশেষ স্ট্যাটাস, মূর্খ কিছু বাজে ফিগারের মেয়েদেরা’ বা যারা আমাদের নাম নিয়া নিউজ বা কথা বলে তাদের জন্য }
আমাদের মিডিয়ায় কিছু ফালতু মেয়েদের অবস্থান হয়ে গেছে” নিজেকে পর্ণস্টার সানি-লিওন মনে করে,
ওদের বেকগ্রাউন্ড খুঁজলে কিছুই নাই, না কোন ফিল্ম, না কোন বিজ্ঞাপন, না কোন নাটকে কাজ করেছে, শুধু ফেসবুকে ছবি দিয়াই নিজেকে টপ মডেল বা অভিনেত্রী মনে করে।
আমি কারো নাম ধরে বলবো না, কারন আমি রেশমী এলোন ।আমার একটা পারসোনালিটি আছে, এসব মেয়েরা” অল্প পানির মাছ বেশী পানিতে পরলে যা হয় আরকি, তবুও বন্ধুর মতন করে একটা কথা বলবো- যেমন তোমরা ধাম করে আকাশে উঠবে” আবার ধাম করে মাটিতে পড়ে যাবে। ধৈর্যের ফল অনেক ভালো বা শক্ত হয়।
আরেকটা কথা কেও কারো জায়গা নিতে পারে না, আর যদি পারতোই”’ তাহলে, আমাদের স্টার শাবনুর, সাকিব খান, অপু বিশ্বাস, পরী মনি, মান্না, মৌসুমী, তিসা, মোনালিসা, সারিকা, পূর্ণিমা, বিপাশা কবির ,এদের জায়গাগুলো অন্য কেও নিয়া যেত, আর সানি-লিওন তো আকাশ ছোয়ার মতন অনেক দুরের ব্যাপার।
মিডিয়ায় কেও কারো সাথে টক্কর দিয়া যেতে পারবে না,
কারন মিডিয়া খুব ছোট একটা জায়গা, একজনের সাথে আর একজনের খুব তাড়াতাড়ি দেখা হয়ে যায়, তবে টক্কর দেওয়া যেত’- যদি এটা একটা খেলার মাঠ হত,
আমি মনে করি’ আমরা শিল্পী, আমাদের মন অনেক উদার হওয়া উচিৎ, একজন শিল্পী আর একজন শিল্পীর সাথে ভালো সম্পর্ক থাকা উচিৎ।
আর আমি নায়লা নাইম কে ভীষন সম্মান আর স্যালুট করবো, কারন সে আমাদের দেশটাকে পৃথিবীর অনেক জায়গায় নিয়ে যাচ্ছে, আর নায়লার জায়গাটাও কেও নিতে পারবে না।
আর আমি কারো সাথে চ্যালেঞ্জ করে কাজ করতে যাবো না,
আমার যোগ্যতাই আমাকে আমার জায়গায় নিয়া যাবে,
আমি রেশমী এলোন, আর কেও আমার জায়গাও নিতে আপারবে না। আমি আস্তে আস্তে বেচে বেচে কাজ করেই আমি আমার মতন আগাবো ইন শা আল্লাহ ।